সৈয়দ আশফাকুল ইসলাম টিটু

টিকা নেওয়ার ৪২ দিন পর করোনায় আক্রান্ত হলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা বিভাগীয় পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা নেন সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

রোববার (২৮ মার্চ) শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি শহরের খড়মপট্টির বেগম রোকেয়া সড়কের নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ভাতিজা।

এসকে রাসেল/এএম