দেড় ঘণ্টা পর জলঢাকার আগুন নিয়ন্ত্রণে
নীলফামারীর জলঢাকা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮জুলাই) রাত ১১টা ১৫ মিনিটের দিকে জলঢাকা বাজারের মনিহারি পট্রিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে বাজারের আজিজুল হকের পাইকারি মনিহারি দোকানে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আগুন তাৎক্ষণিক আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে জলঢাকা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরবর্তীতে ডোমার, ডিমলা, কিশোরগঞ্জ ও নীলফামারীর ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দেয়। আগুনে গোডাউনসহ তিনটি পাইকারি মনিহারি দোকান ও একটি হোটেলের মালামাল পুড়ে গেছে।
বিজ্ঞাপন
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুর রউফ ঢাকা পোস্টকে বলেন, আমার দোকান ও গোডাউনের সব মালামাল পুড়ে গেছে। আমার প্রায় এক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। আমার সব শেষ হয়ে গেল।
বিজ্ঞাপন
আরেক ব্যবসায়ী আজিজুল হক ঢাকা পোস্টকে বলেন, সবাই বলতেছে আমার দোকানের মিটারে প্রথমে আগুন লেগেছে। যেহেতু আমি ঘটনাস্থলে ছিলাম না সঠিক বলতে পারছি না। আমাদের এখানে মনিহারির যে কয়েকটা পাইকারি দোকান ছিল সব পুড়ে গেছে। সবার অনেক বড় ক্ষতি হয়ে গেল।
জলঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন ঢাকা পোস্টকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করি। প্রথমে আমাদের ইউনিট কাজ শুরু করলেও পর্যায়ক্রমে ডোমার, ডিমলা, কিশোরগঞ্জ ও নীলফামারীর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।
শরিফুল ইসলাম/এমজে