শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে চিকিৎসককে গ্রেফতারসহ, দেশের সব চিকিৎসকদের নিগ্রহ ও তদন্তের আগেই মামলা দায়ের করার প্রতিবাদে মাঠে নেমেছেন চিকিৎসকরা। রোববার (৯ জুলাই) বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করেন তারা।

গাইনি চিকিৎসক মারিয়া পারভীনের সভাপতিত্বে ও মাহফিদা আক্তার হেপীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. ফাইজুর রহমান ফয়েজ, বিএমএ'র সাংস্কৃতিক সম্পাদক ডা. খোকন দেবনাথ ও গাইনি চিকিৎসক আইরিন আক্তার প্রমুখ। 

এ সময় চিকিৎসকরা বলেন, চিকিৎসকরাও মানুষ। তাদের ভুলত্রুটি হতে পারে। তদন্তে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নিবে। কিন্তু কোন প্রকার তদন্ত না করে ঢাকার সেন্ট্রাল হাসপাতালের দুইজন চিকিৎসককে গত দুই সপ্তাহ যাবত জেলে রাখা হয়েছে। অথচ যারা হাসপাতাল দিয়ে ব্যবসা করছেন, তাদের কিছুই হচ্ছে না। উল্টো চিকিৎসকদের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা করা হয়েছে। আমাদের কথা স্পষ্ট, চিকিৎসকদের দ্রুত মুক্তি এবং আমাদের কর্মস্থল নিরাপদ করতে হবে। আমাদের দাবি না মানলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেফতার করা হয়।  

বাহাদুর আলম/এএএ