খুলনায় কাগজ ও পলিথিনের গোডাউনে আগুন
খুলনায় কাগজ ও পলিথিনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (৯ জুলাই) রাত ১০টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা এমএ বাড়ি সড়কের একটি পলিথিন ও কাগজের গোডাউনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোববার রাত ১০ দিকে মহানগরীর সোনাডাঙ্গা এমএ বাড়ি সড়কের রাজমহল ফুডকোর্টের বিপরীত পাশের একটি পলিথিন ও কাগজের গোডাউনে আগুন লাগে। গোডাউনে পলিথিন, কাগজসহ মালামাল ছিল। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোডাউনের কিছু স্থানে ধোয়া উড়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ড্যাম্পিংডাউনের কাজ শুরু করেছে।
বিজ্ঞাপন
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করে উৎসুক জনতা। এছাড়া ব্যবসায়ী ও তাদের স্বজনরাও উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন। উৎসুক জনতার ভিড় ঠেকাতে একপর্যায়ে এমএ বারি সড়কটির দুপাশে যান চলাচল বন্ধ রাখা হয়।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চতুর্দিক থেকে পানি দেওয়ায় আগুন ছড়িয়ে যেতে পারেনি। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে। ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমাদের চেষ্টায় লাখ লাখ টাকা বাঁচানো সম্ভব হয়েছে।
মোহাম্মদ মিলন/এমজে