জামালপুরে ট্রেনে কাটা পড়ে ছানোয়ার জাহান শিমুল (৩০) নামে এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি জামালপুর সদর উপজেলার শফিপুরে ঘটে।

বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত সেনা সদস্য শেরপুর জেলার সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের ভীমগঞ্জ জঙ্গলদী এলাকার জাহাঙ্গীর মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুল সেনাবাহিনীতে ৫ বছর চাকরি করার পর তার মানসিক সমস্যা দেখা দিলে তাকে অবসরে পাঠায় সেনাবাহিনী। সম্প্রতি তিনি বিয়েও করেন। শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে যান শিমুল। এরপর দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন লাইনে ঝাপ দিলে কাটা পড়ে তার মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গুলজার হোসেন বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 এএএ