পরিণতি ভালো হবে না, হেফাজতকে হানিফ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ‘জনক জ্যোতির্ময়’ ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে মাহবুব উল আলম হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, হেফাজতের কাঁধে ভর করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সারাদেশে তাণ্ডব চালিয়েছে বিএনপি-জামায়াত। তারেক জিয়ার কথামতো বিএনপির নেত্রী নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে রাজধানীতে বাসে অগ্নিসংযোগসহ জ্বালাও-পোড়াও করা হয়েছে।
তিনি বলেন, ন্যূনতম কৃতজ্ঞতাবোধ থাকলে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতেন না হেফাজত নেতারা। প্রধানমন্ত্রী আপনাদের সবসময় খোঁজ নেন। অথচ আপনারা বিএনপি নেতাদের কথায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে রাস্তায় নেমেছেন। ভালো হয়ে যান। পরিণতি ভালো হবে না।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ‘জনক জ্যোতির্ময়’ ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদের সম্মানিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের কল্যাণে একসঙ্গে কাজ করবে দু’দেশ। অথচ তাকে স্বাগত না জানিয়ে মোদিবিরোধী আন্দোলনের নামে দেশে জ্বালাও-পোড়াও করেছে হেফাজত। তারা কথায় কথায় ধর্মের দোহাই দেয়। ইসলাম ধর্মের কোথায় দোকানপাট পুড়িয়ে, রাস্তায় আগুন জ্বালিয়ে হরতালের নামে আন্দোলনের কথা বলা আছে।
মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ
বিজ্ঞাপন
তিনি বলেন, জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেললে, দেশের সম্পদ নষ্ট করলে বরদাশত করবে না দেশবাসী। জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা যারা বুকে ধারণ করেন, তারা এটি মেনে নেবে না। যেকোনো অপশক্তিকে রুখে দেবে তারা।
হানিফ বলেন, কওমি মাদরাসার সনদের স্বীকৃতি দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা। দেশের প্রায় এতিমখানা সরকারের অর্থায়নে পরিচালিত হয়। বিএনপির সময় এতিমদের জন্য কোনো বরাদ্দ ছিল না, বরং এতিমদের টাকা আত্মসাৎ করেছেন বিএনপি নেত্রী। আমরা তাদের সুযোগ-সুবিধা দিয়েছি।
ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে হানিফ বলেন, মানুষ হত্যা, গণহত্যা কিংবা নারীদের ওপর নির্যাতন ইসলাম সমর্থন করে না। ১৯৭১ সালে জামায়াতে ইসলামী রাজাকার বাহিনী তৈরি করে ধর্মের দোহাই দিয়ে খুন ও ধর্ষণ কর্মকাণ্ড চালায়। এদেশে ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছিলেন জিয়াউর রহমান।
তিনি বলেন, জামায়াত-হেফাজতসহ মৌলবাদীরা সরকার পতনের হুমকি দিয়ে আসছে বারবার। এমন কোনো অপশক্তি নেই শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে পারে। বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত উন্নয়নশীল দেশ। বিএনপি এসব বলে না, দেখেও না। তারা অন্ধ হয়ে গেছে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম. রোস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট শামসুল হক টুকু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ কা ম সরোয়ার জাহান, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল প্রমুখ।
রাকিব হাসনাত/এএম