গোপালগঞ্জ সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষ চলাকালে অন্তত অর্ধশত বাড়িঘর ভাঙচুর করা হয়।

বুধবার (১২ জুলাই) বিকেলে সদর উপজেলার হরিদাসপুর ফকিরকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ বুধবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জাসু শেখ  ও বর্তমান সভাপতি বুলবুল ইসলামের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের প্রায় অর্ধশত ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

এমজেইউ