সীমান্ত দিয়ে আসা ২৫০ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে সিলেট জেলা পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) মধ্যরাতে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ঘাটের বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পরে আজ বুধবার তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারকৃতরা হলেন- নাটোরের সদর থানার হুগলবাড়ীয়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মো. ফিরোজ হোসেন (৪০) ও মৌলভীবাজারের বড়লেখা থানার হাটবন গ্রামের মৃত আলতাব আলীর ছেলে মো. জালাল মিয়া (২৮)।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চিনিভর্তি ট্রাক জব্দসহ দুইজনকে আটক করে। জব্দকৃত ট্রাকে ২৫০ বস্তায় মোট ১২ হাজার ২০০ কেজি ভারতীয় চিনি ছিল। চিনিগুলো বাংলাদেশের ফ্রেশ কোম্পানির বস্তায় মোড়ানো ছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মাসুদ আহমদ রনি/এমজেইউ