ফরিদপুরে ‘ব্লাড ব্যাংক’ করবেন এসপি, রক্ত দেবেন পুলিশ সদস্যরা
রক্ত নিয়ে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে এবং সহজেই রক্ত পাওয়ার জন্য ফরিদপুরে পুলিশের উদ্যোগে ‘ব্লাড ব্যাংক’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্লাড ব্যাংক থেকে কোনো শর্ত কিংবা কোনো টাকা ছাড়াই সহজেই রক্ত গ্রহিতারা রক্ত সংগ্রহ করতে পারবেন। ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান বৃহস্পতিবার(১৩ জুলাই) দুপুরে এ কথা জানান।
পুলিশ সুপার বলেন, অনেক রাতে রোগীর স্বজনরা তাকে ফোন করে রক্তের প্রয়োজনীয়তার কথা জানান। কারও বাবা, কারও মা, কারও ভাই কিংবা নিকটতমতম অসুস্থ স্বজনদের জন্য তাদের এ রক্ত প্রয়োজন।
বিজ্ঞাপন
পুলিশ সুপার বলেন, এসব ফোন পেয়ে তার মনে চিন্তা ঢোকে কীভাবে তিনি এই রোগীদের সহায়তা করতে পারেন। তিনি বলেন, তিনি এ বিষয়ে শহরের বিভিন্ন সময় রক্ত ডোনার ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু ওইসব ডোনার ক্লাবের নির্ধারিত নিয়ম পালন করতে গিয়ে রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছে। কোনো কোনো ডোনার ক্লাবে এক ব্যাগ রক্তের বিনিময়ে আরেক ব্যাগ রক্ত দিতে হয়, এমন কি কোথাও কিছু টাকা লাগে।
তিনি বলেন, মানুষের এ হয়রানি থেকে মুক্তি দিতে জেলা পুলিশ ব্লাড ব্যাংক করার উদ্যোগ নেয়। তিনি বলেন, একটি ব্লাড ব্যাংকের জন্য অনেক টাকা লাগে। পাশাপাশি এ কাজে আনুষাঙ্গিক যন্ত্রপাতিও ব্যয় বহুল। এক্ষেত্রে বিত্তশালী ব্যক্তিদের সহায়তা নিয়ে এ ব্লাড ব্যাংককে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে।
বিজ্ঞাপন
পুলিশ সুপার মো. শাহজাহান আরও বলেন, জেলা পুলিশের বর্তমানে এক দিনে ১৫ থেকে ২০ ব্যাগ রক্ত দেওয়ার সক্ষমতা রয়েছে। প্রথম পর্যায়ে পুলিশ সদস্যদের কাছ থেকে এ রক্ত সংগ্রহ করা হচ্ছে। তবে পুলিশের একজন ঊর্ধতন কর্মকর্তাকে এনে এ কার্যক্রম উদ্বোধন করার পর পুলিশ সদস্যের বাইরে জেলার বিভিন্ন জায়গায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ করা হবে।
জহির হোসেন/এমএএস