বাংলাদেশির বাড়িতে আগুন দেওয়ার সময় রোহিঙ্গা নারী আটক
আটক রকিমা খাতুন
কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের পাশের এলাকার এজাহার মিয়ার বাড়িতে আগুন দেওয়ার সময় রকিমা খাতুন (৫০) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধা সাতটার দিকে তাকে আটক করা হয়। আটককৃত রকিমা নয়াপাড়া ক্যাম্পের বি-ব্লকের মৃত আব্দুল গফুরের স্ত্রী।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, লেদা শিবিরের ২৪ নম্বর ক্যাম্পের পাশে বাংলাদেশি এজাহার মিয়ার বাড়িতে কেরোসিন তেল দিয়ে আগুন দেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করেন এজাহার মিয়ার ছেলে ও আশপাশের রোহিঙ্গারা। পরে তাকে এপিবিএনের কাছে হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন রকিমা খাতুন; এমনটি জানিয়েছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।
বিজ্ঞাপন
তিনি ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে এপিবিএনের একটি টিম তাকে ক্যাম্পে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। আগুন দেওয়ার কথা স্বীকার করলেও কারা তাকে এ আগুন দিতে বলেছেন; তা স্বীকার করছেন না। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
মুহিববুল্লাহ মুহিব/এএম