বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী এবং মুখলেছুর রহমান খান

উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার (৩০ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। পদাধিকার বলে নেত্রকোনার জেলা প্রশাসক প্রেস ক্লাবের সভাপতি হওয়ায় সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন উপলক্ষে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০ পদে ৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফলে সহসভাপতি পদে ৩৮ ভোট পেয়ে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে ৩১ ভোট পেয়ে এম মুখলেছুর রহমান খান বিজয়ী হন।

সহসভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন শ্যামলেন্দু পাল। তিনি পান ২২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন ২২ ভোট।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে একেএম আব্দুল্লাহ ৩৭ ভোট, কোষাধ্যক্ষ পদে আলতাবুর রহমান কাশেম ৩৭ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আনোয়ার হোসেন চৌধুরী ৪২ ভোট, দফতর ও লাইব্রেরি সম্পাদক পদে দিলওয়ার খান ২৭ ভোট এবং ৪টি সাধারণ সদস্য পদে ৫৩ ভোট পেয়ে নাজমুস শাহাদত নাজু, ৪৩ ভোট পেয়ে আলপনা বেগম, ৩৮ ভোট পেয়ে শিমুল মিল্কী ও ৩৫ ভোট পেয়ে ম. কিবরিয়া চৌধুরী হেলিম নির্বাচিত হয়েছেন।

অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সঞ্জয় সরকার এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে হানিফ উল্লাহ আকাশ নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা আমিনুল ইসলাম খান, সারোয়ার জাহান সুজা ও ফেরদৌস বাবুল ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় নেত্রকোনা জেলা প্রেস ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠনটি জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতি দুই বছর পর পর সংগঠনটির নেতৃত্ব নির্ধারণে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

মো. জিয়াউর রহমান/এএম