কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
ফাইল ছবি
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ আলী তুহিন (১৫) নামের স্থানীয় এক কিশোর নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে লাবণী পয়েন্টে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিখোঁজ কিশোর কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের নূর পাড়ার হোসেনের ছেলে। দায়িত্বরত বিচ কর্মী মোহাম্মদ মাহবুব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ বিকেলে স্থানীয় চার বন্ধু সমুদ্রসৈকতে ফুটবল খেলতে আসে। ফুটবল খেলার পর তারা গোসল করতে নামলে সাগরের ঢেউয়ে ভেসে যায়। এ সময় সৈকতে কর্মরত সিসেইফ লাইফগার্ড ও বিচ কর্মীরা তিনজনকে উদ্ধার করলেও তুহিনকে উদ্ধার করা যায়নি। আমাদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
বিজ্ঞাপন
সাইদুল ফরহাদ/এমজেইউ