ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে ১০ সাংবাদিক আহত, প্রেসক্লাব ভাঙচুর
ফেনীতে বিএনপির পদযাত্রাকে ঘিরে পুলিশ, বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় ১০ সংবাদকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।
হামলায় আহতরা হলেন- মোহনা টিভির ফেনী প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, ডিবিসি জেলা প্রতিনিধি আবু তাহের ভূঞা, দৈনিক মানব জমিনের প্রতিনিধি নজমুল হক শামীম, সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মীর হোসেন রাসেল, ডিবিসির ক্যামেরাপার্সন দুলাল তালুকদার, দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক মুস্তাফিজ মুরাদ, সাপ্তাহিক ফেনীর তালাশের প্রতিবেদক এমএ আকাশ, বাংলাভিশন টিভির ক্যামেরাপার্সন মামুন মিরাজুল, এটিএন নিউজের ক্যামেরাপার্সন মোজাম্মেল হক লিংকন এবং চ্যানেল ২৪ এর ক্যামেরাপার্সন কামরুল ইসলাম।
বিজ্ঞাপন
সংঘর্ষের সময় সাংবাদিকদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। এতে তারা শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হন।
এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে ফেনী প্রেসক্লাবে অতর্কিত হামলা ও ভাঙচুর করা হয়। ইট পাটকেল নিক্ষেপ করে প্রেসক্লাবের দরজা জানালার কাঁচ ও সাইনবোর্ড ভাঙচুর করা হয়।
বিজ্ঞাপন
প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জেলার প্রবীণ সাংবাদিকরা।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের বলেন, সাংবাদিকরা পেশাগত কাজে মাঠে কাজ করতে যায়। গণমাধ্যমের কর্মী এবং প্রেসক্লাবে হামলা মেনে নেওয়া যায় না। এটি মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত। আমরা এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই৷
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী বলেন, রাজনৈতিক নেতাদের কথা সাংবাদিকদের মাধ্যমেই জনগণের সামনে আসে। সাংবাদিক ও প্রেসক্লাবের ওপর হামলার ঘটনাটি অপরাজনীতিকে সামনে নিয়ে আসে। অবশ্যই এদের বিচার হতে হবে।
এদিকে পদযাত্রায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন দাগনভূঞা পৌর ৮ নম্বর ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক আবদুর রহিম (৩৮)। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান ঢাকা পোস্টকে জানান, এ ঘটনায় ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অনেকে আহত হয়েছেন। এ বিষয়ে তদন্তে সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে দুর্বৃত্তরা এসে শুরুতে হামলা শুরু করে। এখন পর্যন্ত শতাধিক নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
এমএএস