ফেনীতে বাবাকে হত্যার ঘটনায় ৩৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছেলে জসিম উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৯ জুলাই) ফেনী জেলা ও দায়রা জজ এএসএম রুহুল ইমরানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ১৯৮৯ সালের ১৮ জুন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ারচর গ্রামের খায়েজ আহাম্মদের ঘরে দুর্বৃত্তরা আঘাত হানেন। ওইসময় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে খায়েজ আহাম্মদ গুরুত্বর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় জসিম উদ্দিনসহ চারজনকে আসামি করেন তার সৎ মা। পরবর্তীতে জসিম আত্মগোপনে চলে যান। ১৯৯১ সালের ২ নভেম্বর এ মামলায় আদালত জসিম উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

দীর্ঘদিন প্রবাস জীবনে পলাতক থাকার পর বুধবার জসিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আসামি পক্ষের আইনজীবী মো. শহীদুল ইসলাম ভূঁইয়া সেলিম জানান, জসিম উদ্দিন তার বাবার হত্যার ঘটনায় জড়িত ছিলেন না। কিন্তু তার সৎ মা তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছেন। আমরা এ সাজার বিরুদ্ধে আপিল করব।

তারেক চৌধুরী/এফকে