বউ আনতে হেলিকপ্টার নিয়ে ভুল ঠিকানায় বরযাত্রী!
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় বরকে নিয়ে ল্যান্ডিং করল একটি হেলিকপ্টার। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে পৌর এলাকার ৩৪নং ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের জমিতে ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি ল্যান্ডিং করে। এ ঘটনায় মুহূর্তেই হেলিকপ্টারটি দেখতে আশে পাশে হাজারো গ্রামবাসী ভিড় করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে এক যুবক হোসেনপুর উপজেলার চরকাটিহারে গ্রামে বিয়ে করতে আসার কথা। কিন্তু ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি ধূলজুরী গ্রামের একটি পতিত জমিতে ল্যান্ড করে। সেখানে প্রায় ১৫ মিনিটের মতো অবস্থান করে হেলিকপ্টারটি। এতে বরসহ ৪ জন যাত্রী ছিল। পরে সঠিক ঠিকানায় উড়াল দেয় হেলিকপ্টারটি।
বিজ্ঞাপন
ধূলজূরী গ্রামের অনার্স পড়ুয়া শিক্ষার্থী মাসুম মিয়া জানান, হঠাৎ অনেক শব্দ শুনতে পাই। তখন দেখি এলাকার লোকজন ছুটাছুটি করছে। তারপর গিয়ে দেখি একটি হেলিকাপ্টার ঠিকানা ভুল করে বরযাত্রী নিয়ে এখানে ল্যান্ড করে।
হোসেনপুর পৌর সদর বাজারের মিষ্টির দোকানদার অমিত হাসান জানান, ধূলজূরী গ্রামে ভুল করে হেলিকাপ্টার এসেছে শুনে মানুষ দেখতে ভিড় জমাচ্ছে। দোকান বন্ধ করে আমিও দেখে এসেছি নিজ চোখে।
বিজ্ঞাপন
হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহমত আলী হেলিকপ্টার অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএএস