খুলনায় যুবলীগের তারুণ্যের সমাবেশ
বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : মোজাম্মেল হক
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেছেন, আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বিদেশি চক্রান্ত হচ্ছে। আর এর নেতৃত্ব দিচ্ছে স্বাধীনতাবিরোধী শক্তির বেগম খালেদা জিয়া আর তারেক রহমানরা। বিদেশিদের ডেকে এনে তারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, মূল্যবোধের বিরুদ্ধে দেশদ্রোহিতার ভূমিকা পালন করছে। ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে বিদায় করা হবে।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে যুবলীগের খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমাদের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি সামনের দিকে এগিয়ে যাওয়াকে আজকে বাধাগ্রস্ত করা হচ্ছে। যারা গণতন্ত্রের কথা বলে তারাই গণতন্ত্র ধ্বংস করেছিল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল।
বি এম মোজাম্মেল হক বলেন, যুব সমাজ হলো সমাজের অন্তর। যুবকরাই বিজয় ছিনিয়ে আনতে পারে।
বিজ্ঞাপন
সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, অধ্যক্ষ নবী নেওয়াজ, বিনয় কান্তি জোয়াদ্দার, তাজউদ্দীন আহমেদ, মো. আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সুব্রত পাল, মো. বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, আবু মুনীর মো. শহিদুল হক রাসেল, যুবলীগ নেতা কাজী সারোয়ার হোসেন, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, জেলা সভাপতি শেখ রায়হান ফরিদ, নগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, জেলা সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সোহাগ প্রমুখ। সমাবেশে সঞ্চালনা করেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী।
এর আগে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতা-কর্মীরা প্ল্যাকার্ড হাতে মিছিল সহকারে সমাবেশে যোগ দেন।
মোহাম্মদ মিলন/এমজেইউ