ফরিদপুরে ডাকাতির সময় গ্রেপ্তার ৬
ফরিদপুরে বিভিন্ন বাড়িতে তার্গেট করে কৌশলে চেতনানাশক ওষুধ দিয়ে বাড়ির সদস্যদের অজ্ঞান করে করা হতো ডাকাতি। এমন এক ঘটনায় জড়িত এক নারীসহ ৬ জনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প। এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
অভিযানকালে একটি ওয়ান শুটার গান, দুটি কার্তুজ, নগদ ৬৩ হাজার ৮০৮ টাকা, ১১টি মুঠোফোন, সোনা চার আনা ও রূপার ১২ আনা ওজনের স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করার হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের গোয়ালচামট মহল্লায় এলাকায় অবস্থিত র্যাব কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান র্যাব-৮ বরিশালের সিও লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।
লিখিত বক্তব্যে মাহমুদুল হাসান বলেন, সম্প্রতি ফরিদপুরে চেতনানাশত ওষুধ মিশিয়ে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ডাকাতদলকে আটকের জন্য ফরিদপুর ক্যাম্প কার্যক্রম শুরু করে। এর ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জানা যায়, ফরিদপুর সদরের কানাইপুর এলাকায় মো. মোশাররফে বাড়িতে এক ডাকাতদল ডাকাতি করছে। ওই তথ্যের ভিক্তিতে র্যাবের একটি দল ভোর ৪টার দিকে ওই এলাকায় গিয়ে পলায়নরত অবস্থায় এক নারীসহ ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেন।
বিজ্ঞাপন
এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানের সময় ডাকাতদলের এক সদস্য পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গার রুদ্রবানা গ্রামের মো. হাদী ইকবাল (৩৪) ও তার স্ত্রী সেলিনা আক্তার (২৫), বোয়ালমারীর সূর্যোগ গ্রামের মো. শহীদুল মোল্লা (৩১), সদরের মাধবপুর গ্রামের মো. বেলায়েত হোসেন (৩৫), সালথার বাবই গ্রামের মো. রিপন ফকির (৩৩) এবং খুলনার তেরখাদা উপজেলার পশুলো গ্রামের মো. নিশাত মোল্লা (৪০)।
লিখিত বক্তব্যে র্যাব আরও জানান, এর মধ্যে মো. নিশাত মোল্লার নামে খুনসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় ৮টি, মো. বেলায়েত হোসেনের নামে ৬টি, হাদী ইকবাল ও রিপন ফকিরের নামে ৩টি করে এবং শহীদুল মোল্লার নামে ২টি মামলা রয়েছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, এ ব্যাপারে র্যাব বাদী হয়ে ওই ব্যক্তিদের আসামি করে অস্ত্র আইনে এবং ডাকাতির ঘটনায় ফরিদপুর সদরের কানাইপুর এলাকার মো. মোশাররফ হোসেন বাদী হয়ে ডাকাতির অভিযোগে একই ব্যক্তিদের আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেন ফরিদপুর কোতোয়ালি থানায়।
ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ডাকাতদলের সদস্যদের শুক্রবার (২১ জুলাই) আদালতে সোপর্দ করা হবে।
জহির হোসেন/এএএ