ভোলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজিব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টায় তার মৃত্যু হয়। এটি ভোলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৫ জন ডেঙ্গু রোগী।

গত এক সপ্তাহে আক্রান্ত হওয়ার সংখ্যা ১০০ জনের কাছাকাছি। গত ২১ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে। আক্রান্তদের মধ্যে জেলার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৪৩ জন রোগী। ভোলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

ভোলার সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় রোগীদের জন্য হাসপাতালে আরও ২০টি বেড বাড়ানো হয়েছে। এছাড়া আজ সকালে রাজিব নামের একজনের মৃত্যু হয়েছে। এটিই ভোলার ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা।

তিনি বলেন, ভোলায় দ্রুত ডেঙ্গু রোগী বাড়ছে। এ জন্য মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্নসহ জমানো পানি ফেলে জায়গা পরিষ্কার রাখতে হবে। যাতে করে ডেঙ্গু বিস্তার করতে না পারে। প্রয়োজনে রাতে ঘুমের সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। জেলায় ডেঙ্গুর বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।

আবদুল হান্নান/এফকে