রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পানিতে ডুবে ছামিউল (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিকোল চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ছামিউল বহরপুর ইউনিয়নের ইলিকোল চরপাড়া গ্রামের মোনাক্কার শেখের ছেলে।

বাবা মোনাক্কার শেখ জানান, তিনি তার স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়ির পাশে চন্দনা নদীতে গোসল করতে যান। এসময় ছেলের গোসল শেষ করে তাকে বাড়িতে পাঠিয়ে নিজেরা আবার নদীতে গোসল করতে নামেন। পরে বাড়ি ফিরে ছেলেকে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন তারা। পরে সে আবার পানিতে নেমেছে জানতে পেরে খুঁজতে খুঁজতে নদীতে মৃত অবস্থায় পাওয়া যায় ছামিউলকে।

বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-বাবার সঙ্গে গোসল করতে গিয়ে শিশু সামিউলের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তার মরদেহ চন্দনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মীর সামসুজ্জামান/এফকে