দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় খাগড়াছড়ির সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ১ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। 

বুধবার (৩১ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। 

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, খাগড়াছড়ির আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক, মায়াবিনী লেক, দেবতা পুকুর, হাতির মাথা সিঁড়িসহ সকল পর্যটন কেন্দ্রের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পাহাড়ি জেলা খাগড়াছড়িতে পর্যটনকেন্দ্র থাকার কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে ঘুরতে আসে। যার ফলে জেলায় করোনা রোগী বাড়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। এই জেলার মানুষদের করোনা থেকে মুক্ত রাখতে এবং সবাইকে সচেতন করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। 

গত বছরের মার্চের প্রথমদিকে দেশে করোনা সংক্রমণ শুরুর পর ১৮ মার্চ থেকে খাগড়াছড়ির আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক, মায়াবিনী লেক, দেবতা পুকুর, হাতির মাথা সিঁড়িসহ সকল পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। পরে করোনা সংক্রমণ কিছুটা কমে আসলে আগস্ট মাসের শেষের দিকে পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। 

জাফর সবুজ/আরএআর