শেখ হাসিনা ও মোদিকে কটূক্তি করে কারাগারে যুবক
মো. আলাউদ্দিন বেপারী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় মো. আলাউদ্দিন বেপারী (২১) নামের এক যুবককে আটক করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩১ মার্চ) মতলব দক্ষিণ উপজেলা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলাউদ্দিন বেপারী মতলব দক্ষিণ উপজেলার গোসাইপুর গ্রামের মো. আব্দুস ছাত্তার বেপারীর ছেলে।
বিজ্ঞাপন
ডিবি পুলিশের ওসি টান্টু সাহা বলেন, ২৯ মার্চ আলাউদ্দিন তার নিজস্ব ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তি করে তাদের ছবি প্রকাশ করে। এ ব্যাপারে বুধবার পুলিশ মতলব দক্ষিণ থানায় আইসিটি আইনে তার বিরুদ্ধে মামলা করেছে।
তিনি বলেন, আলাউদ্দিনকে বুধবার মতলব থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বিজ্ঞাপন
শরীফুল ইসলাম/ওএফ