স্ত্রীকে হত্যার ২১ বছর পর স্বামী গ্রেপ্তার
ময়মনসিংহে স্ত্রীকে হত্যার ২১ বছর পর মো. ফজুল (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত ফজুল হক দীর্ঘ ২১ বছর পলাতক রয়েছেন। সিলেট মেট্রোপলিটনের জালালাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে র্যাব-১৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
র্যাব-১৪ এর সিনিয়র পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, জেলার ফুলবাড়িয়া উপজেলার ফজুল ও ফুলপুরের নিহত জাহিদা খাতুনের বিয়ে হয়। বিয়ের ১০ বছর পর ২০০২ সালে তাদের সংসারে পারিবারিক কলহ দেখা দেয়। কলহের জেরে জাহিদা খাতুন তার বাবার বাড়ি গিয়ে রাইস মিলে শ্রমিকের কাজ নেয়। পরে দুই মাস পর ঘটনার দিন ২০০২ সালের ১২ অক্টোবর জাহিদা রাইস মিল থেকে ফেরার পথে তাদের দেখা হয়। সেখান থেকে জাহিদাকে কিছুটা দূরে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে তার স্বামী। পরদিন জাহিদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ঘটনায় নিহত জাহিদার মা মোছা. জমিলা খাতুন বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে ফজুল পলাতক ছিলেন। পরে ওই মামলায় ২০১০ সালের ৭ মার্চ আদালত ফজুলকে যাবজ্জীবন সাজা দেন আদালত।
বিজ্ঞাপন
উবায়দুল হক/আরকে