মেয়ের বাড়ি যাওয়া হলো না প্রবাসী বাবার
৩২ বছর ওমানে ছিলেন নোয়াখালীর সিরাজ উদ্দৌলা (৬৫)। কিছু দিন আগে দেশে ফেরেন তিনি। দেশে ফিরে ছোট মেয়েকে দেখতে বসুরহাট যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মারা যান তিনি।
বৃহস্পতিবার ( ২৭ জুলাই) দুপুরে কবিরহাট উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন সততা বেকারীর সামনে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও অন্তত ৪ জন আহত হন।
বিজ্ঞাপন
নিহত সিরাজ উদ্দৌলা কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মধ্যম সুন্দলপুর গ্রামের ফরিদ মেম্বারের ছেলে।
নিহতের ছেলে মাইন উদ্দিন সুমন বলেন, আমার বাবা ৩২ বছর ওমানে ছিলেন। কিছু দিন আগে দেশে ফিরেন। দুপুরের দিকে আমার ছোট বোনকে দেখতে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট যাচ্ছিলেন। যাত্রা পথে কবিরহাট-বসুরহাট সড়কের ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন সততা বেকারীর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা গুরুতর আহত হন। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিজ্ঞাপন
কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয়রা তাৎক্ষণিক দুর্ঘটনার শিকার বাস ও সিএনজি আটক করে। খবর পেয়ে পুলিশ বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাসিব আল আমিন/এএএ