এসএসসি ও সমমান পরীক্ষা
রাজশাহী বোর্ডে জিপিএ-৫-এ এগিয়ে বগুড়া, পাসে সিরাজগঞ্জ
রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে এগিয়ে সিরাজগঞ্জ জেলা। আর জিপিএ-৫ এর দিক থেকে সেরা বগুড়া জেলা। এই শিক্ষা বোর্ডে পাস ও জিপিএ-৫ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী জেলা।
শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১ টার দিকে প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে। এসএসসি পরীক্ষায় এ বছর রাজশাহী বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী।
বিজ্ঞাপন
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় ৩১ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ২৭ হাজার ৪৪১ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৪৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৭ হাজার ৬৬ জন ছাত্র, পাস করেছেন ১৪ হাজার ৩৩৬ জন ও পাসের হার ৮৪ শতাংশ। জেলায় ছাত্রী অংশ নেন ১৪ হাজার ৭৮৮ জন। এরমধ্যে পাস করেছেন ১৩ হাজার ৯৫ জন, পাসের হার ৮৮ দশমিক ৫৫ শতাংশ।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৬ হাজার ৬৪০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দেন। তাদের মধ্যে পাস করেছেন ১৪ হাজার ৪৬৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮৭২ জন। এর মধ্যে ৮ হাজার ৬৮১ জন ছাত্র পরীক্ষায় অংশ নেন, পাস করেছেন ৭ হাজার ৩৪৩ জন ও পাসের হার ৮৪ দশমিক ৫৯ শতাংশ। ছাত্রী অংশ নেন ৭ হাজার ৯৫৯ জন। এর মধ্যে পাস করেছেন ৭ হাজার ১২৫ জন, পাসের হার ৮৯ দশমিক ৫২ শতাংশ।
বিজ্ঞাপন
নাটোর জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৮ হাজার ৪৮১ জন। পাস করেছেন ১৬ হাজার ১২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৩৪ জন। এর মধ্যে ৯ হাজার ৪৭২ জন ছাত্র পরীক্ষায় অংশ নেন, পাস করেছেন ৭ হাজার ৯৪৫ জন। পাসের হার ৮৩ দশমিক ৮৮ শতাংশ। ছাত্রী অংশ নেন ৯ হাজার ৯ জন। এর মধ্যে পাস করেছেন ৮ হাজার ৬৭ জন, পাসের হার ৮৯ দশমিক ৫৪ শতাংশ।
আরও পড়ুন : এসএসসি রেজাল্ট দেখার নিয়ম জেনে নিন এখনই
জিপিএ-৫ এর দিক থেকে সেরা বগুড়া জেলা। বগুড়ায় মোট পরীক্ষার্থী ৩৫ হাজার ৬৯৭ জন। পাস করেছেন ৩১ হাজার ৮০৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩৫৭ জন। এই জেলায় এসএসসি পরীক্ষায় ছাত্র অংশ নেন ১৮ হাজার ৫৪৮ জন। এর মধ্যে পাস করেছেন ১৬ হাজার ৯৯ জন, পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ। ছাত্রী অংশ নেন ১৭ হাজার ১৪৯ জন। এর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ৭০৬ জন, পাসের হার ৯১ দশমিক ৫৯ শতাংশ।
এদিকে, নওগাঁ জেলার মোট পরীক্ষার্থী ছিলেন ২৫ হাজার ১৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ২২ হাজার ৬৩৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৭৫জন। পরীক্ষায় ছাত্র অংশ নেন ১৩ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পাস করেছেন ১১ হাজার ৯০৮ জন, পাসের হার ৮৭ দশমিক ৯৮ শতাংশ। ছাত্রী অংশ নেন ১১ হাজার ৬৬৩ জন। এর মধ্যে পাস করেছেন ১০ হাজার ৭২৯ জন, পাসের হার ৯১ দশমিক ৯৯ শতাংশ।
পাবনা জেলায় মোট পরীক্ষার্থী ২৯ হাজার ৯৯৯ জন। পাস করেছেন ২৫ হাজার ৯৬০ জন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫১ জন। এই জেলায় ১৪ হাজার ৭৭১ জন ছাত্র এসএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ১২ হাজার ৪৭১ জন, পাসের হার ৮৪ দশমিক ৪৩ শতাংশ। ছাত্রী অংশ নেন ১৫ হাজার ২২৮ জন, পাস করেছেন ১৩ হাজার ৪৮৯ জন ও পাসের হার ৮৮ দশমিক ৫৮ শতাংশ।
এছাড়া পাসের দিক থেকে এগিয়ে সিরাজগঞ্জ জেলা। এই জেলায় মোট পরীক্ষার্থী ৩৬ হাজার ৬৬১ জন। পাস করেছেন ৩২ হাজার ৪০৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২১৫ জন। এই জেলায় ১৮ হাজার ৯০৪ জন ছাত্র এসএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ১৬ হাজার ৪৫৫ জন, পাসের হার ৮৭ দশমিক শূন্য ৫ শতাংশ। ছাত্রী অংশ নেন ১৭ হাজার ৭৫৭ জন। এর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ৯৪৮ জন, পাসের হার ৮৯ দশমিক ৮১ শতাংশ।
জয়পুরহাট জেলায় পরীক্ষার্থী ৯ হাজার ৯৫ জন। পাস করেছেন ৮ হাজার ২৪২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৫৮৮ জন। এই জেলায় ৪ হাজার ৫৯০ জন ছাত্র পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৭২ জন। পাসের হার ৮৮ দশমিক ৭১ শতাংশ। ছাত্রী অংশ নেন ৪ হাজার ৫০৫ জন। এর মধ্যে পাস করেছেন ৪ হাজার ১৭০ জন। পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জ জেলায় পাসের হার বেশি। আর জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে বগুড়া জেলা। পাস ও জিপিএ-৫ এর দিক থেকে এই বোর্ডে তৃতীয় হয়েছে রাজশাহী জেলা।
এমজেইউ