কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। শুক্রবার (২৮ জুলাই) ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়টি নন-এমপিওভুক্ত। বিদ্যালয়টি ২০১৩ সালে প্রতিষ্ঠিত। এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দুইজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে আবার একজন পরীক্ষায় অংশ নেননি।

পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম বলেন, আমার প্রতিষ্ঠানটি নন-এমপিওভুক্ত। এবার একজন এসএসসি পরীক্ষা দিয়েছে। তবে সে ফেল করেছে।

ওই শিক্ষার্থীর বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, বিস্তারিত পরে জানাতে পারব। বর্তমানে তার নামটি ভুলে গেছি।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. সামছুল আলম বলেন, এ সমস্ত স্কুলের বিষয়ে ব্যবস্থা নিতে বোর্ড বরাবর লিখিত আবেদন করা হবে।

মো. জুয়েল রানা/এমজেইউ