বগুড়ায় করোনায় আরও দুইজনের মৃত্যু, আক্রান্ত ৩৫
গত ২৪ ঘণ্টায় করোনায় বগুড়ায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩৫ জন। করোনায় মৃতরা হলেন, সারিয়াকান্দির আব্দুল কাদের (৭১) এবং সিরাজগঞ্জের লোকমান হোসেন (৫০)। এরা বুধবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন।
এছাড়া বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২০৮ জনের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৬ জন। নতুন আক্রান্ত ৩৫ জনের মধ্যে ৩৪ জন সদরের এবং বাকি একজন আদমদীঘির বাসিন্দা। বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
বিজ্ঞাপন
ডা. তুহিন জানান, ৩১ মার্চ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯২ টি নমুনায় ৩২ জনের পজিটিভ ফলাফল এসেছে। এছাড়া টিএমএসএস এ ১৬ নমুনায় ৩ জনের পজিটিভ পাওয়া গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ৪১৭ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৩২ জন। এছাড়া নতুন করে দুইজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৬৩ জন। এবং বর্তমানে চিকিৎসাধীন ৩২২ জন।
বিজ্ঞাপন
সাখাওয়াত হোসেন জনি/এমআইএইচ