প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন আইজিপি ড. বেনজীর আহমেদ

পুলিশে বিশৃঙ্খল ও অপেশাদার লোকজনের দরকার নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হেফাজতের তাণ্ডবের সময় সদর মডেল থানা কর্তৃপক্ষ থানায় হামলা না চালানোর জন্য মাইকিং করে হেফাজতকর্মীদের বলেছে- তাদের কার্যক্রমে বাধা দেবে না। পুলিশের পক্ষ থেকে এমনটি বলা ঠিক হয়েছে কিনা জানতে চাইলে আইজিপি বলেন, আমরা একাধিক তদন্ত কমিটি করেছি। যদি কেউ এ ধরণের মাইকিং করে থাকে, এটা কোনোক্রমেই তার পেশাদার দায়িত্বের মধ্যে পড়ে না। এটা খুবই অপেশাদার কার্যক্রম। পুলিশে এ ধরণের বিশৃঙ্খল এবং অপেশাদার লোকজনকে আমাদের দরকার নেই।

পুলিশপ্রধান বলেন, কিছু লোক আমাদের দেশের মানুষকে কালেক্টিভ পানিশমেন্ট দিতে চায়। জনগণকে শিক্ষা দিতে চায়। সেই শিক্ষা দেওয়ার কারণটা কী আমাদেরকে বের করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কিছু হলেই হামলা করে। কারণ হলো রেলওয়ে স্টেশন দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মানুষ যাতায়াত করেন, সুবিধা পান।

তিনি বলেন, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সরকারি অফিস-বাসভবনে হামলা করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। এ সমস্ত কাজে মাদরাসার কোমলমতি ছেলেদের ব্যবহার করা হয়েছে। আমরা চাইব সবার মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক।

এর আগে দুপুরে হেফাজতে ইসলামের কর্মীদের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন করেন পুলিশপ্রধান।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান ও পুলিশ সুপার মো. আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/আরএআর