আনিকার মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নামে তার সহপাঠীরা

যশোরের বেনাপোলে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপার পিষ্ট হয়ে আনিকা (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল বেনাপোল চেকপোস্ট বড় আঁচড়া প্রাইমারি স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

আনিকা বড় আঁচড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে এবং বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ছাত্রী রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।   

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ্যান্টনি দাস অপু/এনএফ