অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এ মাসেই মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। তবে আপিলকৃতদের নিষ্পত্তি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে মে মাসে।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেলে সাভারের আশুলিয়ার বাইপাইলে বিএনসিসি একাডেমিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, পূর্বে উপজেলা পর্যায়ে যারা যাচাই-বাছাই করেছেন তাদের বিবেচনা শক্তির ভুলের কারণে অনেনে মুক্তিযোদ্ধা না হয়েও তালিকায় এসেছেন। অনেকে আবার মুক্তিযোদ্ধা হয়েও বাদ পড়েছেন। তবে সব শুধরে এ মাসেই মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

আ ক ম মোজাম্মেল হক বলেন, অনেকেই ভুল তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করেছিল। তবে বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সঠিক সংজ্ঞা প্রণয়নের পর যাচাই-বাছাই শেষে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 

এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমিই বঙ্গবন্ধু ট্যানেলের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং দেশের জন্য তাঁর আত্মত্যাগ একটি ডিজিটাল অডিও ভিজ্যুয়ালের মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠানে করোনাকালে দেশের ৬৪টি জেলায় বিএনসিসির সচেতনতামূলক কার্যক্রমের একটি সচিত্র ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। পরে বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনসিসির ডিজি ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, রমনা রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাহাত নেওয়াজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাহিদুল মাহিদ/আরএআর