সুনামগঞ্জের তাহিরপুরে ঋণের দায়ে এক চাল ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছেন। নিহতের নাম হযরত আলী (৪৮)। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামের আব্দুল হেকিম ওরফে লাদেনের ছেলে।

বৃহস্পতিবার সাড়ে ১২টায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার রাত ১টার দিকে নিজ বাড়িতে তিনি বিষপান করেন। বৃহস্পতিবার রাতে তার মেয়ের জামাতা হাবিব এ তথ্য নিশ্চিত করেন।

হযরত আলীর ভাই নিজাম উদ্দিন জানান, তিন ছেলে ও তিন মেয়ে সহ ছয় সন্তানের জনক হযরত আলী উপজেলার একাধিক ব্যাক্তির নিকট থেকে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা ঋণ নেন। পাওনাদারের ঋণ পরিশোধের চাপে বেশ কিছুদিন ধরেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

তিনি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাতে হযরত আলী উপজেলার পৈলনপুরের নিজ বাড়িতেই বিষপান করেন। পরদিন বুধবার সকালে তাকে সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

সাইদুর রহমান আসাদ/ এমআইএইচ