রাজবাড়ীতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত ১২৪ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

রবিবার (৬ আগস্ট) দুপুরে এ তথ্য জানান জেলার সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে জেলার সদর হাসপাতালে ১৯ জন, কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩ জন ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪ জন রোগী ভর্তি রয়েছে।

ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ৬ দিনে ১২৪ জন রোগী শনাক্ত হয়েছে। সবাইকে সচেতন থাকতে হবে। বাড়ির আঙিনাসহ আশপাশে পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে আলাদা কোনো ওয়ার্ড না থাকলেও সাধারণ ওয়ার্ডেই তাদের সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ডেঙ্গু পরীক্ষা করার জন্য আমাদের পর্যাপ্ত কীট মজুদ রয়েছে।

মীর সামসুজ্জামান/এএএ