২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ২১ জন
সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে প্রতিদিনই জেলার হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। এনিয়ে বর্তমানে জেলায় মোট ২৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
রোববার (৬ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন আ ফ ম ওবায়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস কার্যালয় সূত্রে জানা যায়, নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ১০ জন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৫, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৩, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে একজন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ও শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় (রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত) ২১ জনসহ জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৯৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৯ জন। গত ২৩ জুলাই কোরবান আলী শেখ (২৭) নামে এক যুবক ডেঙ্গু আক্রান্ত হয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৫৬ জন রোগী।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায় বলেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং জমানো পানি পরিষ্কার রাখতে হবে। হাসপাতালে ডেঙ্গু আক্রাদের জন্য মশারি টাঙ্গিয়ে আলাদা ব্যবস্থা করা হয়েছে।
সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন আ ফ ম ওবায়দুল ইসলাম বলেন, চলতি মাসে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। তবে ডেঙ্গু আক্রান্তদের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রক্তের প্লাটিলেট পরীক্ষার ব্যবস্থা নেই। এটা একটা সমস্যা। সেই জন্য সেখানে দ্রুত রক্তের প্লাটিলেট পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। অতি দ্রুত এর সমাধান হবে বলে আশা করছি।
শুভ কুমার ঘোষ/এসএম