খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘ট্যারা মোস্ত’ গ্রেপ্তার
খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি চাপাতি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৬টি মামলা রয়েছে। ট্যারা মোস্ত লবণচরা এলাকার আবুল হোসেনের ছেলে।
বুধবার (৯ আগস্ট) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক কেএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টায় লবণচরা থানা পুলিশের একটি টিম বান্দাবাজার এলাকায় অভিযান চালিয়ে ট্যারা মোস্তকে গ্রেপ্তার করে। তার নামে বিভিন্ন থানায় ৮টি হত্যা, ৪টি চাঁদাবাজি, একটি অস্ত্র আইনেসহ ২৬টি মামলা রয়েছে।
মোহাম্মদ মিলন/এমএএস
বিজ্ঞাপন