ঢুকতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি, বসতবাড়ি আগুনে পুড়ে ছাই
রংপুরের কাউনিয়ায় আগুনে পুড়ে গেছে এক কৃষি শ্রমিকের বসতবাড়ির তিনটি ঘর। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গোফ্ফারটারী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত আলতাব হোসেন।
কৃষি শ্রমিক আলতাব হোসেন জানান, তিনি ও তার বড় ছেলে অন্যের জমিতে কৃষি শ্রমিকের কাজ করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাঠ থেকে বাড়িতে ফিরে দেখতে পান বসতবাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। তার চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এর মধ্যেই তার নিজের দুটি, ছেলের একটি ঘর ও ঘরে থাকা ধান, চাল, ভুট্টা, টাকা, টিভি এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
বিজ্ঞাপন
প্রতিবেশী নূর মোহাম্মদ বলেন, আমরা চিৎকার শুনে পুকুর থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেছি। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখায় আলতাব হোসেনের সব কয়টি ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছিল। কাঁচা রাস্তা ও খানাখন্দের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারেনি।
বিজ্ঞাপন
কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা ফায়ার ফাইটার রিয়াজ জানান, বেলা ১১টা ৫০ মিনিটে খবর আসে হারাগাছ চর নাজিরদহ গোফ্ফারটারী গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাস্তাটি সরু ও খানাখন্দের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর