কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম। চরম দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন জেসিকা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন আহমেদ। নিজ উদ্যোগে তিনি তার গ্রামের বাড়ি চন্দনাইশের ১০ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। 

শুক্রবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে ১০টি ট্রাকে করে এসব খাদ্যসামগ্রী নিয়ে চন্দনাইশের উদ্দেশে রওনা হন তিনি। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, চাল, পেঁয়াজ, মসুর ডাল, আলু ও লবণ। ত্রাণগুলো চন্দনাইশের বন্যাদুর্গত মানুষের মাঝে বিতরণ করার কথা রয়েছে ।

জসিম উদ্দিন আহমেদ বলেন, বন্যায় চন্দনাইশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত এলাকার লোকজন খাবার নিয়ে ব্যাপক কষ্টে আছে। তাদের পাশে দাঁড়াতেই আমার এ উদ্যোগ। চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরীসহ ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করব। ১০ হাজার প্যাকেট নিয়ে আমরা রওনা দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ নিয়ে এসব মানুষের পাশে থাকার কথাও জানান তিনি।

আরএআর