আসামি পালানোর ঘটনায় এসআই স্ট্যান্ড রিলিজ
থানা থেকে সাজাপ্রাপ্ত আসামি পালানোর ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুককে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে বাজিতপুর থানায় বদলি করা হয়েছে। এ ঘটনার দেড় মাস আগে এসআই ফারুক ভৈরব থানায় যোগদান করেছিলেন।
বিজ্ঞাপন
সূত্রমতে, গত ১১ মার্চ গ্রেফতারের পর ভৈরব থানা থেকে পালিয়ে যান সাজাপ্রাপ্ত আসামি সাঈদুর রহমান। দুই দিন পর পুলিশ তাকে আবারও গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় গাফলতির কারণে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। তবে পুলিশ কর্তৃপক্ষ বলছে, তার বদলির ঘটনা স্বাভাবিক।
ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, প্রশাসনিক কারণে এসআই ফারুককে বদলি করা হয়েছে। এ ছাড়া অন্য কিছু না।
বিজ্ঞাপন
এসকে রাসেল/এসপি