ফাইল ছবি

মেহেরপুরের গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামে বজ্রপাতে জাব্বারুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত জাব্বারুল রুয়েরকান্দি গ্রামের আবদাল হকের ছেলে।

শনিবার (১২ আগস্ট) বিকেলে ধানের জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান ওই কৃষক। 

কৃষক জাব্বারুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান। 

স্থানীয় কৃষক আব্বাস আলী জানান, জাব্বারুল রুয়েরকান্দি গ্রামের বাথানপাড়া মাঠে ধানের চারা রোপণ করছিলেন। আকাশে মেঘ ছেয়ে গেলে সে কাজ রেখে বাড়ি ফিরছিল। ধানের জমি ছাড়িয়ে কিছুদূর যেতে না যেতেই প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে জাব্বারুল মাটিতে পড়ে জ্ঞান হারায়। মাঠের অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পাশা বলেন, বজ্রপাতে জাব্বারুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে এমন সংবাদ শুনেছি। আমি ওই নিহত কৃষকের বাড়িতে যাব।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আশিকুর রহমান বলেন, জাব্বারুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তাতেই তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

আকতারুজ্জামান/জেডএস