এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে রাখায় বিক্ষোভ
পঞ্চগড়ে মকবুলার রহমান সরকারি কলেজের ছাত্রাবাসের সিট ভাড়া অবৈধভাবে বাড়ানো, ছাত্রাবাস সংস্কার ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে রাখায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও প্রদান করেছে।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আজাদ জাহান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন।
বিজ্ঞাপন
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত মকবুলার রহমান সরকারি কলেজ চত্বরে জড়ো হয়ে এ প্রতিবাদ বিক্ষোভ করে ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীরা। ছাত্রাবাসের সুপার পশিবুল হকের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করে তা প্রত্যাহারের দাবি জানায় তারা। বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি আবু নোমান হাসান।
শিক্ষার্থীদের অভিযোগ, জেলার পার্শ্ববর্তী ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরের সরকারি কলেজগুলোতে যেখানে ছাত্রাবাসের সিটভাড়া ২৩০-২৫০ টাকা, সেখানে আমাদের এ কলেজে অবৈধভাবে সিটভাড়া ৫০০-৬০০ টাকা নির্ধারণ করেছে। যা দ্বিগুনেরও বেশি। নতুনভাবে সিটভাড়া বৃদ্ধি করায় কয়েকজন শিক্ষার্থী দিতে না পারায় তাদের এইচএসসির প্রবেশপত্র আটকে দিয়েছেন ছাত্রাবাসের দায়িত্বে থাকা সুপার পশিবুল হক। আগামী ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষা। অথচ তিনি কয়েকজনের প্রবেশপত্র আটকে রেখেছে। এছাড়া কলেজের ছাত্রাবাসের জানালা ভাঙা, বৃষ্টি হলেই ছাত্রাবাসের ভেতরে পানি ঢুকে পড়ালেখায় খুব সমস্যা হচ্ছে। বিষয়গুলো বারবার আবাসিক শিক্ষার্থীরা কলেজ প্রশাসনকে জানালেও সমস্যা সমাধান না হওয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
মকবুলার রহমান সরকারি কলেজ ছাত্রাবাসের দায়িত্বে থাকা প্রভাষক পশিবুল হক সাংবাদিকদের জানান, কলেজের ছাত্রাবাসের ছোটখাটো কিছু সমস্যা রয়েছে। তার মধ্যে কয়েকটি জানালা ভাঙা ও বৃষ্টি হলে রুমের ভেতর পানি ঢুকে তা সত্য। তবে সমস্যাগুলো সমাধান করা হয়েছে। বিশেষ করে ছাত্রদের ফিতেই চলে ছাত্রাবাস। এ কারণে চারজন এইচএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র আটকে রাখার বিষয়টি স্বীকার করেছেন তিনি।
এ বিষয়ে মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রধান ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থীরা যে অভিযোগ করেছে ছাত্রাবাসের সিট বাড়া বৃদ্ধি করা হয়েছে, তা এক বছর ধরে চালু রয়েছে। আর ছাত্রাবাস তো নিয়মের মধ্যেই চলে। এইচএএসসি পরীক্ষাথীদের প্রবেশপত্র দিয়ে দিতে হোস্টেল সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে ও হোস্টেলের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।
এসকে দোয়েল/এমএএস