রাজশাহী বিভাগজুড়ে মহামারি করোনা সংক্রমণ ২৭ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে রাজশাহী বিভাগে করোনা শনাক্ত হলো ২৭ হাজার ৭২ জনের।

রাজশাহীতে করোনায় মৃত্যু হয়েছে ৪১৩ জনের। তবে করোনা জয় করে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৮১৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় যে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে,তাদের ২ জন সিরাজগঞ্জের বাসিন্দা। এছাড়া রাজশাহীর ২০ জন, বগুড়ার ১৯ জন এবং পাবনায় ২ জন।

গত এক দিনে বিভাগে করোনায় কোনো প্রাণহানি নেই। করোনা মহামারিতে বিভাগে সর্বোচ্চ প্রাণহানি বগুড়ায় ২৬৪ জন। এ বিভাগে এখনো করোনার হটস্পট বগুড়া জেলা।

কেবল মৃত্যুহারে নয়, সংক্রমণও বগুড়ায় বেশি। এই জেলায় এ পর্যন্ত ১০ হাজার ৪৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৪১ জন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে রাজশাহী জেলায়। এই জেলায় এ পর্যন্ত করোনা সংক্রমণ হয়েছে ৬ হাজার ৫৯৩ জনের। এর মধ্যে মারা গেছেন ৫৬ জন। করোনা জয় করেছেন ৬ হাজার ১৮ জন।

নওগাঁ জেলায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৭১৮ জনের। এর মধ্যে মারা গেছেন ২৬ জন। এই জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০২ জন।

সিরাজগঞ্জে করোনা শনাক্ত ২ হাজার ৯১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৬৮ জন। ১৮ জনের প্রাণ নিয়েছেন করোনা। চাপাইনবাবগঞ্জ ও নাটোরে ১৪ জনের প্রাণহানি হয়েছে । এর মধ্যে নাটোরে এক হাজার ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্ত হয় ৮৪৪ জনের। নাটোরে এক হাজার ১৯ জন। চাঁপাইনবাবগঞ্জে ৮১০ জন করোনা জয় করেছেন।

পাবনায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৮১১ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৩৮ জন। এই জেলায় করোনায় মারা গেছেন ১১ জন।

বিভাগে মৃত্যুহারে সবার নিচে জয়পুরহাট। এই জেলায় করোনায় মারা গেছেন ১০ জন। তবে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৪১৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৩৫০ জন।

নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় মাস্ক পরার প্রতি বিশেষ ‍গুরুত্বারোপ করেছেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার।

তিনি বলেন, নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে জনসমাগম এড়িয়ে চলা দরকার। মাস্ক পরিধান করতে হবে অবশ্যই। সচেতনতা ও ব্যক্তিগত সুরক্ষাই পারে মহামারি থেকে প্রাণ বাঁচাতে।

ফেরদৌস সিদ্দিকি/ এমআইএইচ