অসচ্ছল মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরায় ১৬টি মামলা এবং ২৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ এপ্রিল) দুপুুরে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসচ্ছল ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কুলিয়ারচর বাজারে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি আইনে এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে এবং মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসকে রাসেল/এসপি