নাটোরে চালকের গলা কেটে ভ্যান গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি বাঁশঝাড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যাটারি চালিত ভ্যান চালক হলেন, বড়াইগ্রাম উপজেলার ওয়ালিয়া কারিগর পাড়ার মৃত আবু বক্করের ছেলে আবু তালেব (৪০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ৯টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজার থেকে রামাগাড়ি যাওয়ার কথা বলে চারজন অজ্ঞাত ব্যক্তি আবু তালেবের ভ্যানে ওঠে। পরে রামাগাড়ি বাঁশঝাড় এলাকায় আসলে তার গলা কেটে ভ্যান নিয়ে চলে যায় যাত্রী বেশে ওঠা ছিনতাইকারীরা। এ সময় তিনি আহত অবস্থায় পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

নাটোরের বড়াইগ্রামের পাটোয়ারী জেনারেল হাসপাতালে পরিচালক সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে নিতে বলা হয়েছে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, আহত আবু তালহাকে রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে অপরাধীদের ধরতে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

গোলাম রাব্বানী/এএএ