রিকশাচালক তারা মিয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মানবকল্যাণকামী অনাথালয়ের মাতা নিশাদেবী

‘অনাথবন্ধু’ পুরস্কার পেয়েছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রিকশাচালক তারা মিয়া। শনিবার (৩ এপ্রিল) রাতে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় মানবকল্যাণকামী অনাথালয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ববান্ধব কবি সম্মেলনে তাকে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন চন্ডিগড় মানবকল্যাণকামী অনাথালয়ের মাতা নিশাদেবী। 

এর আগে, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মানবকল্যাণকামী অনাথালয় মিলনায়তনে চতুর্থ বিশ্ববান্ধব কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলার বিভিন্ন অঞ্চলের কবিরা অংশগ্রহণ করেন। প্রতি বছর মানবকল্যাণকামী অনাথালয়ের উদ্যোগে বিশ্ববান্ধব কবি সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।

চতুর্থ বিশ্ববান্ধব কবি সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক সাজ্জাদ হোসেন খানের পরিচালনায় ও সুবল চন্দ্র দের  সভাপতিত্বে সম্মেলনের আলোচনা পর্বে বক্তব্য রাখেন- অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, কবি দেবব্রত দাস, পহেলী দে, জামাল তালুকদার, নাজমুল হুদা সারোয়ার, এনায়েত কবীর, জাহাঙ্গীর আলম রিপন, বিদ্যুৎ সরকার, কাজল তালুকদার, শাহান শাহ প্রমুখ।

আলোচনা ও উপস্থিত কবিদের কণ্ঠে কবিতা পাঠ শেষে মানবকল্যাণকামী অনাথালয়ের মাতা নিশাদেবী মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত রিকশাচালক তারা মিয়ার হাতে ‘অনাথবন্ধু’ পুরস্কার তুলে দেন। এ সময় একই পুরস্কার তুলে দেওয়া হয় কবি লোকান্ত শাওনের হাতেও।

চতুর্থ বিশ্ববান্ধব কবি সম্মেলনের আহ্বায়ক সাজ্জাদ খানের সঙ্গে কথা হলে তিনি বলেন, রিকশাচালক তারা মিয়া দুর্গাপুর সদর ইউনিয়নের হেলিম মিয়ার ছেলে। হতদরিদ্র পরিবারের সন্তান হওয়ায় লেখাপড়া করার সুযোগ হয়নি তার। তাই সমাজের আর কোনো শিশু যেন লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত না হয় সেজন্য তারা মিয়া এলাকার অসহায়, অনাথ ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন ধরে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছেন। 

অটোরিকশা চালিয়ে উপার্জিত অর্থের অর্ধেক টাকা ব্যয় করেন এলাকার অসহায় শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করে। ২০১৭ সাল থেকে এ কাজ শুরু এখনো তা চালিয়ে যাচ্ছেন তারা মিয়া। তিনি এলাকার অসহায় পরিবারের শিশুদের খুঁজে বের করে শিক্ষাসামগ্রী বিতরণসহ তাদের নানাভাবে সহায়তা করে থাকেন। আর এ কাজের মাধ্যমে এলাকায় তিনি পরিচিতি পেয়েছেন মানবতার ফেরিওয়ালা হিসেবে। একজন রিকশাচালক হয়েও তারা মিয়া তার কাজের মাধ্যমে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করায় তাকে ‘অনাথবন্ধু’ পুরস্কার দেওয়া হয়েছে।

এ বিষয়ে তারা মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, পুরস্কার পাওয়ার আশায় আমি কাজ করিনি। অসহায় শিশুদের পাশে দাঁড়াতে আমার ভালো লাগে। তাই তাদের নিয়ে কাজ করি। তবে আমাকে ভালোবেসে যারা পুরস্কার দিয়েছেন, আমি তাদের ধন্যবাদ জানাই।

জিয়াউর রহমান/এসপি