প্রতীকী ছবি

গাইবান্ধার সাঘাটায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় আব্দুল আলম (৩৫) ও রশিদা বেগম (৪৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুসহ আরও দুইজন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে সাঘাটার দীঘলকান্দি ও উল্লাসোনাতোলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলম উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের লাল মিয়ার ছেলে ও রশিদা বেগম কচুয়া ইউনিয়নের উল্লাসোনাতলা গ্রামের হান্নান মিয়ার স্ত্রী।

জানা যায়, বৃহস্পতিবার সকালে সাঘাটার দীঘলকান্দি গ্রামে আব্দুল আলম সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে একই উপজেলার উল্লাসোনাতলা গ্রামের সিয়াম মিয়া নামের এক শিশু ঘরের গ্রিলে হাত দিলে হঠাৎ সে বিদ্যুতায়িত হয়। পরে ওই শিশুকে বাঁচাতে গিয়ে রশিদা বেগম ও সাহিদা বেগম নামে দুই নারীও বিদ্যুতায়িত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রশিদা বেগমের মৃত্যু হয়।

রিপন আকন্দ/এমএ