নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ শাহজাহান (৪০) নামের এক যাত্রী নিখোঁজ রয়েছেন এবং ঘটনাস্থল থেকে ৩৪ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চরআতাউর সংলগ্ন এলাকার মেঘনা নদীতে ঘটনাটি ঘটে।

নিখোঁজ মোহাম্মদ শাহজাহান হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে। তাকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, একটি ছোট যাত্রীবাহী ট্রলার ৩৫ জন লোক নিয়ে চরআতাউর থেকে কোরালিয়ার উদ্দেশ্যে রওয়ানা করে। পরে নদীর মাঝখানে এলে বোটটি ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। এসময় বোটে থাকা ৩৫ জনের মধ্যে ৩৪ জনকে পাশে থাকা অন্য বোটের সহায়তায় উদ্ধার হলেও একজনকে খুঁজে পাওয়া যায়নি।

হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার প্রবীর কুমার ট্রলারডুবির ঘটনা ও নিখোঁজের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।

তিনি বলেন, নিখোঁজের বিষয় জানতে পেরে স্টেশন হাতিয়া কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। অন্ধকার থাকায় রাতে উদ্ধার কাজে বিরতি দেওয়া হয়েছে। সকাল থেকে আবারো উদ্ধার অভিযান চালাবে কোস্টগার্ড।

হাসিব আল আমিন/এমএ