নাটোরের বড়াইগ্রামে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে একটি খেজুর গাছে আগুন লেগে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৪ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রয়না গ্রামে রাস্তার পাশের একটি খেজুর গাছে এ আগুন লাগে।

পরে এলাকাবাসী দৃশ্যটি মুঠাফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে। তবে বজ্রপাতে খেজুরগাছে আগুন লাগা ছাড়া নাটোরের কোথাও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। 

রোববার নাটোরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে গাইবান্ধায় ৪ জন নিহত হন।

তাপস কুমার/এনএ/জেএস