মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর মাঝিকান্দি চর থেকে ৩০০ লঞ্চযাত্রী উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার (৪ এপ্রিল) রাতে মাদারীপুর জেলার কাঠালবাড়ি ঘাট থেকে এমভি নুরে আয়েশা নামক যাত্রীবাহী লঞ্চটি লৌহজংয়ের মাওয়া ঘাটে আসছিল।

মাওয়াতে আসার পথে রাত সাড়ে ৯টার দিকে মাঝিকান্দি চরে আটকে যায় লঞ্চটি। খবর পেয়ে মাওয়া কোস্টগার্ড স্টেশন চরে আটকা লঞ্চযাত্রীদের উদ্ধার করে। চরে আটকে যাওয়া এমভি নূরে আয়শা যাত্রীবাহী লঞ্চটির অধিকাংশ চরে উঠে যায় বলে জানিয়েছে কোস্টগার্ড।

মাওয়ার কাছে থাকা এম ভি শ্রেষ্ঠ -১ লঞ্চের সহযোগিতায় অধিকাংশ যাত্রীকে মাওয়া ঘাটে পাঠিয়ে দেয় কোস্টগার্ড। কয়েকজন নারী ও শিশুকে স্পিড বোটের মাধ্যমে মাওয়া পৌঁছে দেওয়া হয়। এ সময় কোনো যাত্রীর প্রাণহানী বা নিখোঁজ হয়নি বলেও জানায় কোস্টগার্ড। 

ব.ম শামীম/ওএফ