নাটোর সদর ও সিংড়ায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি

নাটোর সদর ও সিংড়ায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রোববার (৪ এপ্রিল) বিকেলে নাটোর সদরে ঝড়ের সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। আধা ঘণ্টা ধরে চলে শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

একই সময়ে সিংড়া উপজেলার বেশ কিছু স্থানে ভারী ও হালকা বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়। এতে অনেক গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়ে। সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। ঘরের টিন ছিদ্র হয়ে গেছে শিলাবৃষ্টিতে।

সিংড়ার ছাতারদিঘি ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের কৃষ সৈয়দ রাফি বলেন, ঝড়ে বোরো ধানের অনেক ক্ষতি হয়েছে। ঘরের চাল ছিদ্র হয়ে গেছে। গাছপালা ভেঙে পড়েছে।

তাপস কুমার/এএম