চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ‘হোমওয়ার্ক’ না করায় ৭ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে পেটানোর ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে শিশুটির বড় ভাই হাফিজ বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক সজিবকে গ্রেপ্তার করেছে। 

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) হোমওয়ার্ক না করায় দারুল আকরাম নুরানি মাদরাসার ছাত্র আফান রহমান ফারহান নামে ৭ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে পিটিয়ে জখম করেন ওই মাদরাসার শিক্ষক সজিব। আহত শিশুটিকে স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিশুর বড় ভাই হাফিজ। গতকাল রাতে অভিযোগটিকে মামলায় রূপ দেওয়া হয়। এরপর রাতেই পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। 

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ ঢাকা পোস্টকে বলেন, মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে নিজের বাড়ি থেকে আসামি সজিবকে গ্রেপ্তার করে।

আফজালুল হক/