জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি দেখে বিএনপির মাথা নষ্ট বলে মন্তব্য করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা।

শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চর এলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নৌকার পক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

কাদের মির্জা বলেন, এক সেলফিতে বিএনপির মাথা ঘুরে গেছে। তারা এখন হা-হুতাশ করছেন। হতাশায় তারা এখন লুকিয়ে পড়েছেন। তাদের সকল আন্দোলন ব্যর্থ। আগামী নির্বাচনে মানুষ বিএনপি জামায়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নৌকার জয়যুক্ত হবে। স্বাধীনতার স্বপক্ষের দল হিসেবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার শতভাগ জরুরি। 

কাদের মির্জা আরও বলেন, নোয়াখালী-৫ আসনে (কবিরহাট-কোম্পানীগঞ্জ) উন্নয়নের রূপকার আমাদের অভিভাবক ওবায়দুল কাদের। তিনি আমাদের গর্ব। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগী হিসেবে আমাদের নেতা ওবায়দুল কাদের নিরলসভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। ফলে দেশ-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। তাই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নৌকাকে জয়যুক্ত করতে হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে ছাত্র-শূন্যতায় ভুগছে উল্লেখ করে কাদের মির্জা বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী কিন্ডার গার্ডেন ও বেসরকারি বিদ্যালয়গুলো নিবন্ধনের আওতায় আনা হলেও, ক্যাডেট মাদরাসা ও নূরানী মাদরাসাগুলো এ নীতিমালায় আনা হয়নি, এখানে উল্লেখ্য যে এই ক্যাডেট মাদরাসাগুলোর কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্র-শূন্যতায় ভুগছে। আমি ক্যাডেট মাদরাসা ও নূরানী মাদরাসাগুলোকে এই নীতিমালার আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।

প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলসহ উপজেলা ও চর এলাহী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। তিনি বসুরহাট পৌরসভার চারবারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী বসুরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে কর্মী সমাবেশ ও দোয়া মাহফিলের মাধ্যমে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নৌকার পক্ষে ভোট করা শুরু করেন। 

হাসিব আল আমিন/আরকে