গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮২ জনে। একই সময়ে নতুন ডেঙ্গু শনাক্ত ৪৪২ জন বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়ালো।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া তিনজন হলেন- বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার শাহানূর (৬৩) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ সেপ্টেম্বর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং সেদিনই মারা যান। অপরজন ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ফারুক মোল্লা (৫০)। তিনি ১৯ সেপ্টেম্বর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে আজ বুধবার মারা যান। এছাড়াও বরিশাল জেলার উজিরপুর উপজেলার আনিছ সরকার (৪২) ১৯ সেপ্টেম্বর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে সেদিনই মারা যান।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৪৪২ জন ডেঙ্গুরোগীর মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৪, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৬২, পটুয়াখালীতে ৪৯, ভোলায় ৪৯, পিরোজপুরে ৭২, বরগুনায় ৬৭ ও ঝালকাঠিতে ৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ২০ হাজার ৭৯৯ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৪৯৩ জন। এদিকে চলতি বছর বিভাগে ৮২ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৫, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৩, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ২, পটুয়াখালীতে ২, বরগুনা হাসপাতালে ৫, পিরোজপুরের হাসপাতালে ৭ এবং ভোলায় হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস জানান, ডেঙ্গু প্রতিরোধে প্রধান কাজ সচেতনতা। সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব না। ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে। 

সৈয়দ মেহেদী হাসান/এএএ